Loading Now

শয়তানের নি:শ্বাস দিয়ে বিকাশের ২৮ হাজার টাকা নিয়ে প্রতারক লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক ।।

শয়তানের নিঃশ্বাস দিয়ে সম্মহিত করে ক্যাশ আউটের কথা বলে দোকান থেকে ২৮ হাজার টাকা নিয়ে গেছে এক প্রতারক যুবক। রোববার সন্ধ্যায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাইতুল নুর ইদ্রিসিয়া জামে মসজিদের পাশে ফার্মেসি কাম বিকাশের দোকান ‘রুহি মেডিকেল’ হলে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক মো: হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার সময় পরিচিত এক লোকের মাধ্যমে আমার দোকানে আসে। এসময় তিনি সম্প্রতি বিয়ে করেছেন জানিয়ে মিষ্টি খাওয়ার জন্য পরিচিত ওই লোককে ৩০০ টাকা ও আমাকে ২০০ টাকা দেয়। এরপর আমি আর স্বাভাবিক ছিলাম না।

এসময় ওই লোকটি ২৮ হাজার টাকা ক্যাশ আউটের কথা বলে। পরে তার কথা মত ২৮ হাজার টাকা ক্যাশ থেকে দিয়ে দেই। টাকা পেয়ে লোকটি মোটরসাইকেলে দ্রুত চলে যায়। পরে দেখি তিনি কোন টাকা ক্যাশ আউট করেননি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED