দীপু হত্যার বিচার দাবিতে বরিশালে সংখ্যালঘু ঐক্যমোর্চার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টন্স শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে পড়িয়ে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বশির দাস প্রমুখ।
মানববন্ধনে দিপু চন্দ্র দাসকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দিপু দাস শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। তাকে মিথ্যা অপবাদ দিয়ে ন্যক্কারজনকভাবে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দোষি ব্যাক্তিদের আইনের আওতায় আনা হচ্ছেনা।
তারা বলেন, এসব ঘটনায় দেশের ভবমুর্তি নষ্ট হচ্ছে। এসময় তারা সংখ্যালঘুদের ওপর সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
এসময় বক্তারা রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্না রায়সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধাস সড়ক প্রদক্ষিণ করে পুরনায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেন।



Post Comment