Loading Now

মগবাজারে বোমা বিষ্ফোরণ, নিহত ১

অনলাইন ডেক্স ।।

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের গেটের সামনে, মিডিয়া কর্মীদের আড্ডাস্থলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। তবে প্রাথমিকভাবে নিহতের পুরো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছিল। পরে স্বজনদের মাধ্যমে তার নাম জানা যায়।

পুলিশ জানায়, বোমা নিক্ষেপের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্লাইওভারের ওপর থেকে কেউ নিচে বোমাটি নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED