বরিশালে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ও ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার সকালে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ এর ব্যবস্থাপনায় ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ও ই-জিপি বিষয়ে অবহিতকরণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ।
প্রধান অতিথি বলেন, ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) হলো সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম একটি হাতিয়ার। এটি সরকারি ক্রয় প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করেছে। পাশাপাশি দেশের দুর্নীতি হ্রাসকরণসহ সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, পিপিআর ২০২৫ এর আওতায় সরকারি ক্রয়ে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক। ইজিপির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে টেন্ডার আহ্বান ও এর মূল্যায়ন প্রক্রিয়া সহজতর হয়। কর্মশালার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারি কর্মকর্তা, দরপত্রদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের পিপিআর বিধিমালা ও ই-জিপি ব্যবস্থার সাথে পরিচিত করাই আমাদের মূল লক্ষ্য।
কর্মশালায় বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম।



Post Comment