স্বতন্ত্র প্রার্থী হবেন না হিরো আলম, যোগ দিচ্ছেন যে দলে
অনলাইন ডেক্স ।।
সামাজিক মাধ্যমে এরইমধ্যে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম তথা হিরো আলম জানিয়েছেন তিনি নির্বাচন করবেন। এবার জানা গেল স্বতন্ত্র থেকে আর লড়ছেন না তিনি। যোগ দিচ্ছেন একটি রাজনৈতিক দলে।
‘আমজনতার দলে’ যোগ দিতে যাচ্ছেন হিরো আলম। সদ্য নিবন্ধন পাওয়া দলটির মো. তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় আশরাফুল আলম বলেন, ‘যেহেতু আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, তাই ভাবলাম এবার আর স্বতন্ত্র না, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করি।’
এরপর বলেন, ‘তারেক ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে হিরো আলমকে নিয়ে আমজনতার দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। দলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল হুসাইন বলেন, ‘হিরো আলম আমাদের দলে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরা বৈঠক করে পরে সিদ্ধান্ত নেব।’



Post Comment