Loading Now

চাঁদাবাজি মামলায় গৌরনদী পৌর বিএনপির আহবায়কসহ ৪ জন গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি ।।

গৌরনদীর টরকী বন্দরের এক ব্যবসায়ীকে মারধর ও চাঁদাদাবীর অভিযোগে পৌর বিএনপির আহবায়ক সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহবায়ক এস এম জাকির শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও এস এম সজিব শরীফ।

 

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার গৌরনদী পৌর বিএনপির আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তাদের সেনাবাহিনী আটক করে থানা হেফাজতে দিয়েছে। মামলার বাদী টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি টরকী বন্দরের ফ্লেক্সিলোড এর ব্যবসায়ী। বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখাচ্ছেন।

 

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে দেখা করতে হবে বলে হুমকি দিচ্ছিল। একই সঙ্গে তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে বিবাদীরা মারধর করে। এ ঘটনায় তিনি গৌরনদী থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনী অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করে।

Post Comment

YOU MAY HAVE MISSED