বরিশালে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
নিজস্ব প্রতিবেদক ।।
জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে ব্র্যাক আয়োজিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ব্যবস্থাপকগণ, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ভলানটিয়ারগণ।
অ্যাডভোকেসি ডায়ালগের সভাপতিত্ব করেন বরিশাল জেলার এ্যাসিসটেন্ট ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো: মনজুরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে মূল সেশন পরিচালনা করেন ফারহানা তাবাচ্ছুম, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রিমিং)।
ডায়ালগে অংশগ্রহণকারীগণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান উদ্যোগসমূহের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও সেবাপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সারভাইভারদের জন্য দ্রুত ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয়, দায়িত্বশীল অংশীদারিত্ব এবং সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি–বেসরকারি সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। উক্ত সেশনে উপস্থিত অতিথিবৃন্দ সকলেই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে অভিভাবক ও কমিটি পর্যায়ে সরকারি- বেসরকারি সেবা সমূহ সম্পর্কে আলোচনা করার সুপারিশ করেন।



Post Comment