Loading Now

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে বিএমপি কমিশনারের কঠোর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ।।

আগামী ৩১ শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এমনকি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনের লক্ষ্যে উন্মুক্ত স্থানে-রাস্তায় কনসার্ট ও নাচ গানের আয়োজন করা এবং পটকা, আতশবাজি, ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জারিকৃত গণবিজ্ঞপ্তিতে ২৯, ৩০ ও ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED