দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মাকে হারালেন তারেক রহমান
অনলাইন ডেক্স ।।
যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার আনন্দ মিলিয়ে যেতে না যেতেই গভীর শোকে আচ্ছন্ন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচদিনের মাথায় তিনি হারালেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বয়সজনিত জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নেত্রী।
এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে তার শয্যাপাশে সময় কাটান। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মায়ের চিকিৎসা ও শারীরিক অবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন তিনি।
দেশে ফেরার পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। তবে সেই প্রত্যাবর্তনের উচ্ছ্বাস খুব দ্রুতই পরিণত হয় ব্যক্তিগত বেদনায়।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার রাষ্ট্র পরিচালনা করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।



Post Comment