বরিশালসহ ২ বিভাগ ও ৫ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
অনলাইন ডেক্স ।।
দেশের পাঁচটি জেলা ও দুইটি বিভাগের ওপর দিয়ে একদিকে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, অন্যদিকে কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশা কাটতে শুরু করায় শীতের দাপট কামতে শুরু করেছে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদ্রু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ বইছে।”
এদিন ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা এ মৌসুমে সর্বনিম্ন।
আর যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিলায়স, চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ভোলা ও খুলনায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ও খেপুপাড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সাতক্ষীরায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “একদিকে শৈত্যপ্রবাহ চললেও চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ঢাকা মহানগর ও জেলাসহ আরও কিছু এলাকায় কুয়াশর প্রকোপ কমে আসায় সূর্যের দেখা মিলেছে, ফলে এসব এলাকার শীতের অনুভূতি কমতে শুরু করেছে।”
বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, “সেখানে কুয়াশা কেটে গিয়ে সূর্য ওঠায় বৃহস্পতিবার দুপুর পর্যন্তই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাই রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমেছে। চলতি সপ্তাহে এসব এলাকায় কুয়াশা থাকার সম্ভাবনা কম, তাই শীতের অনুভূতি কমবে না। তবে নতুন বছরে শুরুতে ৩ বা ৪ জানুয়ারির দিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।”
আবওহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবওহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অধিদপ্তর বলছে, বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে এ দুই দিন বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এসময় কুয়াশার কারণে কোথাও কোথাও শীতের অনুভূতি বিরাজ করবে।
শুক্রবার রাত ও শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং শনিবার রাত ও রোববার দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
রোব ও সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে আবওহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে ও মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে।



Post Comment