গভীর রাতে চুরির সময় নেশাগ্রস্থ যুবক আটক
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে নাজমুল সরদার (২৪) নামের এক চোর। পরবর্তীতে উত্তেজিত জনতা আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে। খবর পেয়ে গ্রামবাসীর হাত থেকে ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয়রা জানায়- বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামী ছেলে ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে প্রবেশ করে হাতেনাতে ধরা পরে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার। এ সময় ওই গৃহের লোকজনের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়।
স্থানীয়রা আরও জানান- রাতেই আটককৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু সে (নাজমুল) নেশাগ্রস্থ হওয়ায় তার পরিবারের কোন সদস্যরাই ঘটনাস্থলে আসেনি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন- আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।



Post Comment