তাহসান-রোজা’র সংসারে ভাঙনের সুর
বিনোদন ডেক্স ।।
গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদের গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।
গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে তাহসান বললেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেব। শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে বললেন, ‘যে গুজব ছড়িয়ে তা সত্য।
আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।’
জানা গেছে, গত জুলাই-এর শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।
বিয়ের হিসেবে দুজনের একসঙ্গে থাকার বছরও গড়াল না। কদিন আগে রোজা আহমেদ বিবাহবার্ষিকীর একটি কেক শেয়ার করেন। সেখানে তার পরিহিত পোশাক ও লুক বিস্মিত করে নেটিজেনদের। রোজার পোশাক নিয়েও তৈরি হয় আলোচনা। এসবের মাঝেই গুজব ছড়ায়।
একটি শ্রেণী মনে করছিলেন তাহসান ও রোজা ভিন্নপথে চলছেন। সে কথাকেই সত্য হিসেবে তাহসান দিলেন সিলমোহর।
মূলত তাহসান এ বিষয়ে পরিস্কার করতে চাইলেন এ বিষয়টি যে কেক-এর ছবি রোজা শেয়ার করেছেন আর তা নিয়ে বিবাহবার্ষিকী উল্লেখ করে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো যে খবর প্রকাশ করেছেন তা সত্য নয় এবং অনুমান নির্ভর। কেননা তার ৬ মাস আগে থেকে রোজার সঙ্গে তিনি থাকছেন না।
তাহসান বলছেন, ‘আমরা একসঙ্গে থাকছি না, এর বেশি বলার জন্য এটা যথোপযুক্ত সময় নয় । তবে সঠিক টাইমে এ বিষয়ে বিস্তারিত বলবো।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।



Post Comment