Loading Now

বরিশালে আগুনে ভস্মীভূত মাদ্রাসায় আর্থিক সহায়তা দিলেন রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মদিনাতুল উলূম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ও এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাপড় ও খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে রহমাতুল্লাহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও শিক্ষাসামগ্রীর ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন। তিনি মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো দুর্যোগে বিএনপি মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে থাকবে। এছাড়া প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহায়তারও আহবান জানান তিনি৷

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার
প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রতিষ্ঠান ঘর মালিক মোঃ মজিবর রহমান,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, মহানগর যুবদল নেতা মোঃ মাসুম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াছ আহমাদ, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাহাবুদ্দিম স্বপন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হেমায়েত হোসেন মুরাদ, মনির খান, চরবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জেলা ছাত্রদলের যিগ্ম সম্পাদক জিহান রাজিব, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহমুদ, জুলাই যোদ্ধা শানু আকন, মোঃ জহির প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা পাশ্ববর্তী একটি মসজিদে যান। ওই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদরাসাটিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণে বাচলেও পুড়ে যায় কাপড়-চোপড়, আসবাবপত্রসহ জরুরি সব কাগজপত্রাধি। এতে ব্যাপক ক্ষতিসাধন হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED