Loading Now

প্রেমিকের সঙ্গে বিরোধের জেরে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি ।।

প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ সেশনের বিবিএ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকা দিয়ে তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জের ধরে অভিমানে তিনি এ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি পরিবারের।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির পথে রয়েছেন। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED