কর্মক্ষেত্রে সফল বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তাকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে তাদের দুজনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মূল্যায়ন করায় মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা এবং মহানগর ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা আয়োজন করে সোমবার তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
জানা গেছে, বিগত সময়ে একাধিকবার পুরস্কৃত বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের দুজনকে সমাজসেবা অধিদপ্তর এবারও পুরস্কৃত করার সিদ্ধান্ত জানিয়েছে।
সরকারের তরফ থেকে পুরস্কারপ্রাপ্তির আগেই এই দুই কর্মকর্তার প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মান দেখালেন বরিশালের মুক্তিযোদ্ধারা। এই আয়োজনে অংশ নেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ, সদস্যসচিব ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আক্কাস, বীর মুক্তিযেদ্ধা মহসীন মোর্শেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মর্তুজার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী এবং বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ সত্যিকার অর্থে প্রতিষ্ঠানটি থেকে আলো ছড়িয়েছেন। এতে হাজার হাজার মানুষ উদ্ভাসিত হয়েছেন। এই দুজন কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা বরিশালবাসীর জন্য গর্বের, সমাজসেবা অধিদপ্তরও সেটিই করেছে।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় তাপিত বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আগামী দিনগুলোতে সেবার পরিধি বর্ধিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।’



Post Comment