বেলস পার্কে বেবি কারের মালামাল চুরি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় শিশুদের বিনোদনের জন্য ব্যবহৃত গাড়ির (বেবি কার) মালামাল চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চুরির কয়েক ঘণ্টার মাথায় অভিযুক্তের অবস্থান শনাক্ত হওয়ার পর তার বাবা এসে আংশিক মালামাল ফেরত দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে বেলস পার্কের উত্তর-পশ্চিম কোণ থেকে রাইড পরিচালনার সরঞ্জামসহ একটি কালো ব্যাগ চুরি হয়।
ভুক্তভোগী সোহান হাওলাদার জানান, ব্যাগটিতে ৪টি ব্যাটারি, মেরামতের যন্ত্রপাতি এবং ২টি রিমোট কন্ট্রোল ছিল, যার বাজার মূল্য প্রায় ৩০,৪০০ টাকা। স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, বান্দ রোড কেডিসি এলাকার বাসিন্দা বশির মিয়ার ছেলে জীবন (২০) ব্যাগটি নিয়ে পালিয়েছেন।
ঘটনার পর রাত ১১টার দিকে ভুক্তভোগী ও স্থানীয় সূত্র নিশ্চিত হয় যে, অভিযুক্ত জীবন চুরি করা মালামালসহ বর্তমানে তার নানা বাড়িতে অবস্থান করছেন। সেখানেই তিনি চোরাই মালামালগুলো লুকিয়ে রেখেছেন বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।
এই তথ্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হলে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্তের বাবা বশির মিয়া ভুক্তভোগী সোহানের সাথে যোগাযোগ করেন। তিনি চুরি যাওয়া ব্যাগ এবং ৪টি ব্যাটারি সোহানের হাতে পৌঁছে দেন। বাকি থাকা ২টি রিমোট ও যন্ত্রপাতির বিষয়ে তিনি জানান, দ্রুতই সেগুলো উদ্ধার করে দেবেন। অন্যথায় নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ঘটনায় ভুক্তভোগী সোহান হাওলাদার বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে পুরো মালামাল উদ্ধার ও দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে অভিযুক্ত জীবন মালামালসহ তার নানা বাড়িতে অবস্থান করছিলেন। ইতোমধ্যে কিছু মালামাল উদ্ধার হয়েছে। বাকি সরঞ্জাম উদ্ধার এবং মূল অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।



Post Comment