Loading Now

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় বরিশালের রিকশাচালক সাগর নিহত

অনলাইন ডেক্স ।।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা নয়ন জানান, যাত্রাবাড়ীর কাজলার ফুটওভার ব্রিজের ঢালে রিকশায় করে মালামাল নিয়ে পায়ে হেঁটে ওঠার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তার একটি হাত এবং পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সাগরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED