বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার বরিশাল সদর উপজেলার একাধিক নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি বেহুন্দি জাল জব্দ করে।
বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত বিশেষ কম্বিং অপারেশন অভিযান-২০২৬ এর দ্বিতীয় ধাপের কার্যক্রম ১৬ জানুয়ারী হতে শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের নেতৃত্বে সদর উপজেলার আওতাধীন একাধিক নদিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কীর্তনখোলা, আরিয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে টুমচর টাওয়ার এলাকা থেকে পাঁচটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান দ্বিতীয় ধাপের অভিযানের প্রথম দিনে পাঁচটি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বছর বিশেষ কম্বিং অপারেশন অভিযান চারটি ধাপে মোট ৩০ দিন পরিচালিত হবে। তিনি আরো জানান মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এই অভিযান চলমান থাকবে।



Post Comment