Loading Now

বিএম কলেজের ইংরেজি বিভাগের এলামনাই এসোসিয়েশনের শপথ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ।।

ব্রজমোহন কলেজ ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন এর নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ এবং উপদেষ্টাগণের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরীর ইউরো কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহবায়ক বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসিমা আক্তার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজাম উদ্দিন ফুয়াদ, অতিরিক্ত ডি আই জি বরিশাল রেঞ্জ নাজিমুল হক, ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, নব নির্বাচিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম তারেকসহ ইংলিশ এলামনাইগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহিদ আবদুল্লাহ রাহাত।

নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং উপদেষ্টা পরিষদের বরন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED