আলীপুরে চোরাইকৃত মালামাল উদ্ধার
কুয়াকাটা প্রতিনিধি ।।
পটুয়াখালীর আলীপুর থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। পরে এসব মালামাল বাদী ইব্রাহীমের জিম্মায় রাখা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) আলীপুর থ্রী পয়েন্ট এলাকার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারী দোকানে বিক্রি করতে আসলে স্হানীয়রা এসব মালামাল আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় চোর চক্রটি পালিয়ে যায়।
পুলিশের চোরাইমালের বর্ণনায় দেখা যায়, লোহার এ্যাঙ্গেল ৩৫শ কেজি, এসএস পাইপ ৫শ কেজি, লোহার রড ২শ ৫০ কেজি, মটর ১ হর্স ২টা, বেকুর ব্যাটারী ২টা, পিভিসি পাইপ ৩ম ফিট, লোহার সাইনবোর্ড ২টা, বীজধান ১৫ মণ। তবে উদ্ধার করা হয়েছে লোহার এ্যাঙ্গেল বড় ৩৮ পিচ, লোহার এ্যাঙ্গেল ছোট ১৫ পিচ, পিভিসি পানির পাইপ ৮২ পিস।
বাদীর বর্ণনা মতে এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।পুলিশের উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা হয়েছে। কোর্টের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Comment