Loading Now

নগরীতে টিসিবির পন্য বিক্রি চলছে…

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ২৬ অক্টোবর শনিবার থেকে থেকে নগরের ৩০টি ওয়ার্ডে একযোগ টিসিবি পন্য বিক্রি শুরু হবে। টিসিবি অফিস প্রধান দখিনেরপ্রতিবেদনকে জানান,  ২৬ অক্টোবর থেকে নগরের ৩০ টি ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবি কার্ড ধারীদের মাঝে টিসিবির মালামাল বিক্রি শুরু হবে। তবে এবারও চিনি দেওয়া হবে না। ৪৭০ টাকার মধ্যে তেল ২ লিটার, ডাল দুই কেজি ১২০ টাকা, চাল ৫ কেজি ১৫০ টাকা। সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত টিসিবি পন্য দেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED