উজিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
উজিরপুর প্রতিনিধি ।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি হয়।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইন ও সেক্রেটারী মাওলানা মোঃ আঃ খালেকের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইচলাদী বাসষ্ট্যান্ডে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য এ্যাড. আজম খান। বক্তব্য রাখেন পৌর জামায়াত ইসলামের আমীর মোঃ আল আমিন সরদার, সেক্রেটারী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি গোলাম কিবরিয়া টিপু, বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামী ও পৌর জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা, আওয়ামীলীগের স্বৈর শাসন, জুলুম নির্যাতন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠা নৃশংসতার বিচারের দাবি জানান এবং অচিরেই আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে বলে কঠোর হুশিয়ারি দেন তারা।
Post Comment