Loading Now

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

গৌরনদী প্রতিনিধি ।।

গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে যাবার পথে বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক মাওলানা বেলাল হোসাইন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহত বেলাল উপজেলার কান্ডপাশা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। সে (বেলাল) বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলার নলচিড়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক ছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নলচিড়া-পিঙ্গলাকাঠী সড়কে দূর্ঘটনায় গুরুত্বর আহত হয় বেলাল। একইদিন সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED