Loading Now

যারা জনগনের জন্য কাজ করবে না তাদের বিরুদ্ধে এ্যকশন: নুরু

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের ওপর পা ফেলে ওসির সঙ্গে গালগপ্প করা, ইউএনওর কাছে গিয়ে গালগপ্প করে তাদের দলীয় এজেন্ডা বস্তবায়ন করা—এখন কোনো রাজনৈতিক দল এটা করতে পারবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার। ওসি হোক ডিসি হোক, ইউএনও হোক এসপি হোক, যাঁরা জনগণের জন্য কাজ করবেন না, তাঁদের চাকরিচ্যুত করা হবে।
বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ উপজেলা কমিটি এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না: নুরুল হক প্রসঙ্গে গোলাম মাওলা
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, ‘আজকে যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসনের লোকেরা আছেন, সকলেই জনগণের জন্য কাজ করবেন। মনে রাখবেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, তাঁদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।’
বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ উপজেলা কমিটি এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ উপজেলা কমিটি এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, ‘আজকে যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসনের লোকেরা আছেন, সকলেই জনগণের জন্য কাজ করবেন। মনে রাখবেন, এখন রাজনৈতিক দল ক্ষমতায় নাই। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, তাঁদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।’
নুরুল হক আরও বলেন, ‘আমরা দেখেছি, গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ আজকে চাটুকার গোষ্ঠী কীভাবে দলীয়করণ করেছিল। কাজেই আজকে পরিষ্কারভাবে আমরা সারা বাংলাদেশের প্রশাসনে যাঁরা কাজ করছেন, তাঁদের জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন, তাহলে প্রশাসনে চাকরি করতে পারবেন না।’

Post Comment

YOU MAY HAVE MISSED