Loading Now

বেড়েছে পিয়াজ আলু,কমেছে সবজির দাম

সরবরাহ শুরু হওয়ায় সপ্তাহ ব্যবধানে বাজারে কমেছে বেশকিছু মৌসুমি সবজির দাম; কমেছে মরিচেরও। তবে পেঁয়াজ ও আলুর বাজার এখনও ঊর্ধ্বগতি।
শুক্রবার (১ অক্টোবর) সকাল থেকে বরিশাল নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, পটল ও করলাসহ বেশকিছু মৌসুমি সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা কমেছে। আর কমেছে কাঁচা মরিচের দামও।১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটি।

যদিও ভিন্ন চিত্র পেঁয়াজ ও আলুর বাজারে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা, আর আলুর দাম বেড়ে গেছে ৮ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে; কিন্তু বিপরীতে পেঁয়াজ ও আলুর সরবরাহ কমায় দাম বেড়ে গেছে। আর ক্রেতারা বলছেন, দাম ওঠানামার মধ্যদিয়েই চলছে বাজার। এখনো স্বস্তি ফেরেনি জনজীবনে।

এদিকে, সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে দেশি ও সোনালি মুরগির দাম। মাছের বাজারও চলছে আগের চড়া দামে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED