Loading Now

কুয়াকাটায় পুকুরে ১০ কেজির কোরাল, ১২ হাজারে বিক্রি

 

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ১০ কেজির একটি কোরাল মাছ। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে এ মাছটি ধরা পড়েছে। এসময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভীড় জমায়, মাছটি দেখে অনেকেই কোরাল চাষে উদ্বুদ্ধ হোন।

 

স্থানীয় বাসিন্দা কাদের পহলান বলেন, পুকুরে এতো বড় কোরাল আমি এর আগে কখনো দেখিনি। মাছটি দেখে স্থানীয় চাঁন মিয়া বলেন, আমিও পুকুরে কোরাল চাষ করবো। কোড়াল চাষে খরচ কম, লাভ বেশি।

সাইমুন বলেন, মাছটি বিক্রয়ের জন্য স্থানীয় কুয়াকাটা মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পাওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এরপর পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি ১২’শ টাকা কেজি দরে ১২হাজার টাকায় মাছটি ক্রয় করে নিয়ে যান।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ পর্যাপ্ত খাবার পেলে বছরে সাড়ে ৩ কেজি থেকে ৪ কেজি হতে পারে। এ মাছটি পুকুরে ৩ থেকে ৪ বছর মিনিমাম আছে। পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলেই মাছের গ্রোথ ভালো রয়েছে। আমাদের উপকূলের চাষীরা সঠিক পরিমান খাবার ও পরিমাণ মতো উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে তাহারাও সফলতা পাবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED