Loading Now

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার

 

অনলাইন ডেক্স ।।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি ঢাকা সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু। তাকে আজই আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আমির হোসেন আমু ঝালকাঠি ঝালকাঠি-নলছিটি আসনের সাবেক এমপি। এবং তিনি এরআগে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ওই দিন বিজয় মিছিল থেকে উত্তেজিত জনতা তার বরিশাল ও ঝালকাঠির বাসভবনে হামলা-ভাঙচুর চালিয়েছে। সেখান থেকে বিপুল সংখ্যক অর্থ উদ্ধার করে সেনাবাহিনী।

 

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন মাস পূর্ণ হওয়ার আগেই আমুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হলো।’

Post Comment

YOU MAY HAVE MISSED