সম্মতি ছাড়াই ভেঙেছে ১৪ বছরের সংসার
তিন বছর প্রেম শেষে ২০০৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী ইশা কোপিকর। আর বিয়ের প্রায় ১৪ বছর পরে ঘটে বিচ্ছেদ
এত দ্রুত কিছুই না জানিয়ে, ব্যক্তিগত জীবন তিনি আড়ালেই রাখতে চান।
২০১৩ সালে ইশা কোপিকর এবং তার স্বামী ব্যবসায়ী টিমি নারংয়ের বিবাহবিচ্ছেদ হয়। গুজব অনুযায়ী ইশা তার মেয়ে রিয়ানাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরপরই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
এত দ্রুত কিছুই না জানিয়ে, ব্যক্তিগত জীবন তিনি আড়ালেই রাখতে চান।
২০১৩ সালে ইশা কোপিকর এবং তার স্বামী ব্যবসায়ী টিমি নারংয়ের বিবাহবিচ্ছেদ হয়। গুজব অনুযায়ী ইশা তার মেয়ে রিয়ানাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরপরই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
তবে বিচ্ছেদের বছর খানেক পর ইশা জানান, স্বামীর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বিচ্ছেদ হয়েছে। তিনি নিজের এই বিয়ে ভাঙতে চাননি।
ইশা জানান, তিনি বুঝতেই পারেননি কেন তার বিয়েটা ভেঙেছে। তারা মানুষ হিসাবে একেবারে আলাদা। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ্টাই তার স্বামীর। বিয়ে ভাঙার যৌক্তিক কারণ তিনি আজও জানেন না।
ইশা তেলেগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখে। ২০০০ তার প্রথম ছবি হিন্দি ছবি ‘ফিজা’ মুক্তি পায়। এরপর ‘পেয়ার ইশক অউর মহব্বাত’, ‘কোম্পানি’, ‘কয়ামত’,‘কৃষ্ণা কটেজ’সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন ইশা।
তবে বিয়ের পর থেকে সেই ভাবে হিন্দি ছবিতে দেখা যায়নি তাঁকে।
Post Comment