Loading Now

জলবায়ু দূষণ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক ।।

জলবায়ু দূষণ বন্ধ ও পানি নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বরিশালে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর জিলা স্কুলের সামনে এই মানববন্ধন হয়।

প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) উদ্যোগে এই কর্মসূচি হয়েছে।

মানববন্ধনে জলবায়ু দূষণ রোধ এবং নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক নেতাদের অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। প্রান্তজনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহজাদা বলেন, জলবায়ু দূষণের কারণে পানি নিরাপত্তার সঙ্কট আরও প্রকট হয়ে উঠছে। আমরা চাই যে এই বৈশ্বিক নেতৃত্ব এ ব্যাপারে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াবে।

এছাড়াও বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে জলবায়ু দূষণ রোধ এবং নিরাপদ পানি সরবরাহে টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী রনজিৎ দত্তসহ বিভিন্ন পেশা ও শ্রেনির নেতৃবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED