Loading Now

পরিমাপে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

 

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

মাপে কম দেয়ায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে- বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের হাওলাদার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। পরিমাপে কম পাওয়ায় মানদণ্ড আইন ২৯/৪৬ নং ধারা অমান্য করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে জেলা বিএসটিআই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ উপস্থিত ছিলেন।

একই সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। তবে এ দুটি প্রতিষ্ঠানে পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দণ্ড প্রদান করা হয়নি।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযানকালে বিএটিআই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল পরিমাপে কম পাওয়া যায়। তাই বিধিলঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান পরিচালনা নিয়মিত অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED