মেহেন্দিগঞ্জে ভুয়া সেনা সার্জেন্ট আটক
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥
মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুরে সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দেওয়া প্রতারক জুয়েল হোসেন গাজী (৩০) কে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। সে ওই এলকার মৃত আজিজ গাজীর ছেলে।
আটককৃত জুয়েল হোসেন গাজীর কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ও নকল আইডি কার্ড উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, প্রতারক জুয়েল হোসেন গাজী একজন ওষুধ ব্যবসায়ী। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Post Comment