Loading Now

বরিশালে ধর্ষনের পর হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে বাবুগঞ্জে বিধবা এক নারীকে দলবেধে ধর্ষণের পর হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় পনের জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলে বাবুগঞ্জের সয়ন চন্দ্র শীল ও সুমন ফকির। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

হত্যাকাণ্ডের শিকার বিধবা নারীর ছেলে ইমরান হোসেনের দেয়া এজাহারে উল্লেখ করা হয় ২০২২ সালের ১লা ডিসেম্বর রাতে তার মা বাড়িতে একাকী ছিলেন। পরদিন সকালে ছোট ভাই আসিফ বাড়িতে এসে মাকে ডাকাডাকি করে ঘরে না পেয়ে আশে পাশের লোকদের খবর দেয়। এরপর বাড়ির পাশে সন্ধ্যা নদীর নালায় মরিয়ম বেগমের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং থানায় কারো নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা অলিউল ইসলাম মামলার তদন্ত করে ঘটনার সাথে দুই আসামির সম্পৃক্ততা পান। এরপর দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আজ দুই আসামির ফাসির রায় প্রদান করেন বিচারক।

সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই নারী। এরপর তাকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

 

রায় নিয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল মন্নান মৃধা বলেন, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ এমন অপরাধ করলে তাকে সাজা পেতে হবে। প্রতিটা মামলায় সঠিক বিচার করলে আর কেউ এমন ঘৃন্নিত কাজ করতে পারবে না। অপরাধ করলে পার পাওয়া যায়না। এমন ভবানা থেকে অপরাধ সমাজে কম হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইমরান হোসেন বলেন, এই রায় যেন কার্যকর হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED