Loading Now

বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এস এম হাসান রাজু, লাবণ্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, আকবর মোমিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাহেদ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এ মাদক সেবন প্রতিহত করতে হবে।

একটি পক্ষ ক্যাম্পাসে দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা এখনও ক্যাম্পাসে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন। তাদের প্রতিহত করার জন্যই এ আন্দোলন।

Post Comment

YOU MAY HAVE MISSED