Loading Now

আন্দোলনে আহত ইমরানের পাশে বরিশালের জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ছাত্র আন্দোলনে আহত মো. ইমরান গাজীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ জুলাই হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় আন্দোলনরত অবস্থায় রাবার বুলেটে আহত হন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমরান গাজী।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাগরদী এলাকায় আক্কেল আলী সড়কের ভাড়া বাসায় আহত ইমরান গাজীকে দেখতে যান বরিশালের ডিসি দেলোয়ার হোসেন। এ সময় তিনি ইমরানের আহত হওয়ার ঘটনা শোনেন ও তার পরিবারকে সমবেদনা জানান।

পাশাপাশি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ইমরানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন ডিসি দেলোয়ার।

 

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ ছাত্র প্রতিনিধিরা।

Post Comment

YOU MAY HAVE MISSED