Loading Now

বিশ্ব টয়লেট দিবস: শাকিবের ডাকে হাজির যেসব তারকা

 

বিনোদন ডেক্স ।।

 

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য বিনোদন জগতের তারকাদের ডেকে হাজির করেন দেশের সেরা অভিনেতা শাকিব খান।

শাকিবের ডাকে হাজির হয়েছিলেন- অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কণা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা।

একঝাঁক তারকা উপস্থিত হলেও ছিলেন না শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

 

রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজ অঙ্গনের প্রায় সব পরিচিত মুখ উপস্থিত হলেও অপু বিশ্বাস আর বুবলীকে কখনই নিজের প্রতিষ্ঠানের প্রচারণায় ডাকেননি।

 

অনেকে মনে করছেন শাকিব খানের জীবনে অপু-বুবলী দুইজনই অতীত। তাদের ক্যামেরার সামনে কোনো আয়োজনে ডেকে নতুন কোনো বিতর্কের সৃষ্টি করতে চান না এই তারকা অভিনেতা।

Post Comment

YOU MAY HAVE MISSED