Loading Now

বিশ্বকাপ থেকে সরে গেল ভারত

 

স্পোর্টস ডেক্স ।।

২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।

 

ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় তাদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত দলের সফর আটকে দিয়েছে। ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা শৈলেন্দ্র যাদব বলেছেন, ‘বিশ্বকাপ খেলার জন্য আমরা ২৫ দিন আগে সফরের অনুমতি চেয়েছিলাম। বিশ্বকাপ কাছাকাছি চলে এলেও অনুমতি পাইনি। ফোন করেছিলাম। ওরা বলেছে অনুমতি দেওয়া হবে না, বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিতে।’

পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সুলতান শাহ অবশ্য বলেছেন, ‘ভারত নাম প্রত্যাহার করলেও বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে।’ আগামী ২ নভেম্বর শুরু হয়ে দৃষ্টিহীন ক্রিকেটারদের এই বিশ্বকাপ শেষ হবে ৩ ডিসেম্বর। সুলতান শাহ আরও বলেন, ‘ভারত এখনো তাদের নাম প্রত্যাহারের বিষয়ে লিখিত দেয়নি।’

এর আগে ভারত ২০২৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেল পাকিস্তান সফরে অপারগতার কথা জানিয়েছে। ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে না তারা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি চায় বিসিসিআই। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি। এ দিকে আজ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করার কথা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার।

দৃষ্টিহীনদের আগের তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১২ ও ২০১৭ বিশ্বকাপে পাকিস্তানকে এবং সবশেষ ২০২২ বিশ্বকাপে বেঙ্গালুরুতে বাংলাদেশকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল তারা।

 

Post Comment

YOU MAY HAVE MISSED