Loading Now

‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ভাঙচুর

 

অনলাইন ডেক্স ।।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর পর ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা চেষ্টার অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় মাহবুবুর রহমান কলেজ, ধনিয়া কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। এসময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির দুইদিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন।

 

ঘটনার দুইদিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে তারা সেদিন চলে যান। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয় ও ভাঙচুর চালায়।

 

Post Comment

YOU MAY HAVE MISSED