Loading Now

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক ।।

“বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৫ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্ত্বরে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন পর্ষদ বরিশাল’র উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক প্রবীন নারীনেত্রি পুষ্প চক্রবর্তী।

উক্ত সমাবেশ ও মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার আন্দোলন সম্পাদক শিউলি সাহা।
এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, প্রফেসর শাহ সাজেদা, উন্নয়ন সংগঠন ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, অধ্যাপক টুনু রানী কর্মকার, সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, রুপান্তর’র সমন্বয়কারী নূর-এ-আজম হায়দারী সহ প্রমুখ। সমাবেশ ও মানববন্ধনে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র কর্মকর্তা ও সহকর্মীগণ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশ ও মানববন্ধন সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED