Loading Now

সৌদি আরবে চাকরি দেওয়ার নামে পাচার, ৪ জনের বিরুদ্ধে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার করার অভিযোগে ৪জনের বিরুদ্ধে সোমবার মানবপাচার আদালতে মামলা হয়েছে। বিচারক সোহেল আহমেদ মামলাটি আমলে নিয়ে বিমানবন্দর থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।

মামলায় আসামিরা হলেন নগরীর ২৭ নং ওয়ার্ডের কুদঘাটা গ্রামের গোবিন্দ চন্দ্র দাস, আকাশ রাণী দাস, কাজল চন্দ্র দাস ও সাগর চন্দ্র দাস। বাদী সাদ্দাম হাওলাদার মামলায় উল্লেখ করেন-আসামিরা বাদিকে সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার কথা বলে ২০২৩ সালের ৩০শে জানুয়ারি সহ বিভিন্ন তারিখে ৫ লক্ষ টাকা নেয়।

এরপর ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি বাদিকে সৌদি আরব নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ভাল চাকরি না দিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর বাদির উপর নির্যাতন চালায়। বাদী পাসপোর্ট ফেরৎ চাইলে আসামিরা আরো এক লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। প্রাণ বাঁচাতে বাদি আসামিদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন। বাদি আসামিদের মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

কিছুদিন পর সৌদি আরব থেকে বাদি বাংলাদেশে এসে আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করলে বিচারক বিমানবন্দর থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ তুহিন মোল্লা।

Post Comment

YOU MAY HAVE MISSED