Loading Now

বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার ফোন নাম্বার ক্লোন করে অর্থ দাবি

 

অনলাইন ডেক্স ।।

বরিশাল শিক্ষা বোর্ডের উপ সচিব আব্দুর রহমান মিঞা ও চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর ফোন নাস্বার হ্যাকড করে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করা হয়েছে। এ ঘটনায় থানায় বিমানবন্দর থানার সাধারন ডাইরি করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর সকাল ১০:৩০ ঘটিকার সময় মোবাইল নম্বর-01977-821181 থেকে বরিশাল শিক্ষা বোর্ডের উপ সচিব আব্দুর রহমান মিঞার মোবাইল নম্বর-01720526054 তে কল করে জানায় সে পুলিশের এসআই পদে আছেন, তার নাম মাসুম।

শিক্ষা বোর্ডের উপ সচিবের অসাবধানতা বশত পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়েছে। এরপর পুলিশ পরিচয়ধারী মাসুম নামের উক্ত ব্যক্তি আমাকে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হওয়ার জন্য কিছু ডাটা ইনপুট দিতে বলে।

আমি সরল বিশ্বাসে তাহার কথায় ডাটা ইনপুট দেই। এর পর থেকেই শিক্ষা বোর্ড উপ সচিবের হোয়ার্টসঅ্যাপ নম্বর থেকে ফোনে সেইভ করা বিভিন্ন পরিচিত লোকজনের কাছে ম্যাসেস প্রদান করে “আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এবং এই নম্বারে পাঠায় দিতে বলেন 01829990387- ১৫০০০৳ বিকাশ পার্সোনাল এতে উপ সচিব বুঝতে পারে যে, তার হোয়ার্টসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে।

একই ভাবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর মোবাইল নম্বর-01711546953 তে মোবাইল নম্বর 01977-821181 থেকে কল করিয়া তাহার নম্বরও হ্যাক করে এবং তাহার পরিচিত ব্যক্তি বর্গদের হোয়ার্টসঅ্যাপ নম্বরে ম্যাসেস দিয়ে আর্জেন্ট 15 হাজার টাকা লাগবে মর্মে বিকাশ নম্বর-01829990111, পার্সোনালে পাঠাইতে বলে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এর মোবাইল-01712174669 তে উক্ত ম্যাসেস গেলে সে উক্ত বিষয়টি উপ সচিব ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন।

এতে বোর্ড সচিব ও চেয়ারম্যান নিশ্চিত হন যে, উপ সচিবের নম্বর ও চেয়ারম্যান মোবাইল নম্বর হ্যাকারা হ্যাক করে, বিভিন্ন লোকজনদের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে।

এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাদত বিমানবন্দর থানায় সাধারাণ ডাইরী করা হয়েছে। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলা করার কথা জানান উপ সচিব ও বোর্ড চেয়ারম্যান।

Post Comment

YOU MAY HAVE MISSED