Loading Now

ববি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একদফা ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক ।।

‘জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ না করা’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের তিন মাস অতিবাহিত হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর পাশাপাশি তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নাম পরিবর্তন করতে বারবার বলার পরেও কোনো কার্যকরী পদক্ষেপ নেননি তিনি। জুলাই বিপ্লবের হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিপ্লবের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে ২২ দফা জানানো হয়েছিল। কিন্তু সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যে ওষুধ থাকার কথা তা নেই। দুর্ঘটনারোধে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।

তারা বলেন, আগামীকাল রোববার উপাচার্য আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা তার সম্মানার্থে বসবো। তিনি যা বলতে চাইছেন তা শুনবো। কিন্তু তাকে পদত্যাগ করার একদফা দাবি অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নে আমরা কর্মসূচি নিয়ে অগ্রসর হবো।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহেদ। এ ছাড়াও এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED