বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা
নিজস্ব প্রতিবেদক ।।
৪ ডিসেম্বর বুধবার উদ্বোধন হচ্ছে বিভাগীয় বইমেলা। নগরীর বেলসপার্কে আয়োজিত মেলার উদ্বোধন করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পিআরএল ভোগরত) মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ৮ দিনব্যাপী এ মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭ টি স্টল থাকবে।
এছাড়া বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিম কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আরও তিনটি স্টল থাকবে। তিনি আরও জানান, মেলায় প্রতিদিন পর্যায়ক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। এছাড়া বরিশালের বরেণ্য কবি, সাহিত্যিক, লেখক এবং নাগরিক সমাজের প্রতিনিধি নিয়মিত উপস্থিত থাকবেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা,সাংবাদিক হুমায়ন কবির,আজাদ আলাউদ্দিন,এস আলাল মিয়া,রাইসুল ইসলাম অভি,শাহিন হাসান,সুমাইয়া জিসান,রেদোয়ান রানা,নাসির উদ্দিন সহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার কার্যক্রম কর্মদিবসে বিকাল তিনটা থেকে রাত আটটা এবং শুক্র ও শনিবার বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
Post Comment