Loading Now

নগরীতে প্রতিবন্ধী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি ॥

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’- প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার বরিশালে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে আলোচনা সভা এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান, তাদেরকে বোঝা ভাবা যাবে না। তাদেরকে যথাযথ পরিচর্যার মধ্যদিয়ে মানবসম্পদে পরিণত করা সম্ভব। তিনি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে রাষ্ট্র এবং পরিবার উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে জাতীয়ভাবে প্রতিবন্ধী দিবস উদ্যাপন হচ্ছে। দেশে বর্তমানে ৩৫ লাখ প্রতিবন্ধী যার মধ্যে বরিশালে রয়েছে ৭০ হাজার। সরকার ২০০৪- ২০০৫ অর্থবছর থেকে নিয়মিত প্রতিবন্ধীদের ভাতা প্রদান করছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৩০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সকালে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED