Loading Now

ভোলায় হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে লাপাত্তা স্বামী

 

ভোলা প্রতিনিধি ।।

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২২) না‌মের এক গৃহবধূর মরদেহ রে‌খে পালিয়েছেন তার স্বামী মো. রা‌কিব। বৃহস্প‌তিবার (০৫ ডিসেম্বর) ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সা‌থে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো. রা‌কি‌বের সা‌থে বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আছে।

সীমার স্বামী রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া-ঝা‌মেলা চ‌লেই আস‌ছিল। গত বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এ‌ নি‌য়ে স্বামীর সা‌থে অভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রে ব‌লে দাবী ক‌রেন তারা।

প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে বৃহস্পতিবার গভীর রাত ৪টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে সকা‌লের দি‌কে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে আস‌লে স্ত্রীর মরদেহ হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে যান স্বামী।

এ বিষয়ে বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান জানান, খবর পে‌য়ে সেখা‌নে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। মরদেহ ময়নাতদন্ত কর‌লে আমরা মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এ ছাড়াও নিহত‌দের প‌রিবার থে‌কে এখনও কেউ অভি‌যোগ ক‌রে‌নি। লি‌খিত অভিযোগ কর‌লে আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।

Post Comment

YOU MAY HAVE MISSED