Loading Now

বিআরইউর সভাপতি আনিস-সম্পাদক খালিদ

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্)। শুক্রবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ( বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) এবং ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু (বরিশালের আলো) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মিথুন সাহা (বৈশাখী টেলিভিশন), তন্ময় তপু (নাগরিক টিভি) ও মর্জিনা বেগম (বরিশাল বেতার) ।

বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।

Post Comment

YOU MAY HAVE MISSED