Loading Now

র‍্যাব পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ৩

ভান্ডারিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শনিবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার টিএন্ডটি সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সময় একটি খেলনা পিস্তল, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকি, চারটি র‌্যাবের কোটি, দুটি ব্যাটেল স্টিক, ৫ পিস নেভি-ব্লু রংয়ের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড়, দুটি গাড়ির নাম্বার প্লেট, একটি পুলিশ ট্রাউজার, এক জোড়া বাটা অক্সফোর্ড স্যু, একটি র‌্যাব লেখা আইডি কার্ড, কলেজ ব্যাগ, সাদা রংয়ের টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো : গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়নের হাসান আলী খানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল জালাল উদ্দিন খান রবিউল (৪০), শেরপুর উপজেলার কামারিয়া ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে সিআইডি থেকে চাকরিচ্যুত শেখ ফরিদ (৩২), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শফিকুল ইসলামের ছেলে শিপন আলী সোহেল (৩৫) । আটককৃতদের নামে বিভন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে ডাকাত দলের মাস্টারমাইন্ড ও চিহ্নিত ডাকাত দলনেতা অলি পঞ্চায়েত পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন টিএন্ডটি রোড কবিরাজ বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। তবে মাঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত তোফাজ্জেল পঞ্চায়েতের ছেলে দলের মাস্টারমাইন্ড ও চিহ্নিত ডাকাত দলনেতা অলি পঞ্চায়েত (৪৫), অজ্ঞাত ডাকাত শরীফ ও কবির পালিয়ে যায়। অলি পঞ্চায়েত এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১ টি মামলা বিচারাধীন রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED