সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করা উচিৎ -জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ভুল তথ্য সমাজের জন্য ক্ষতিকর। ভুল তথ্য খুবই খারাপ। বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে। সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করা উচিৎ।
রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের দ্বারা অনেক কল্যাণ কাজ করা সম্ভব।
সংবাদ সম্মেলনে অতিরক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল প্রেসক্লাবের সভাপতি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নগরীর খাল পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Post Comment