আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসের সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ।।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে ১৬ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে আভাস। ১০ ডিসেম্বর মঙ্গলবার ছিল অনুষ্ঠানের সমাপনী দিন। বিকেল ৩ টায় সার্কিট হাউস প্রাঙ্গনে র্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো:শামীম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ সাজ্জাদ পারভেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। আয়োজনে স্বাগত বক্তব্য দেন, আভাসের প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা। এসময় তিনি সার্বিক সকল বিষয় নিয়ে আলোচনা করেন।
এবং বিলকিস ১৬ দিনের সক্রিয়তার বিস্তারিত বর্ননা করা সহ এই বিষয়ক একটি ডকুমেন্টারি তুলে ধরেন । একই সাথে, শিশুদের আকা নারী ও গৃহকর্মী নির্যাতনের চিত্র দিয়ে চিত্রপ্রদর্শনী করা হয় ৷
অতিথিবৃন্দ গৃহকর্মী নির্যাতন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অধিকার ও জীবনমান উন্নয়নের দিকে জোর আরোপ করেন।
গৃহকর্মীদের নিয়ে এমন আয়োজন বরিশালে প্রথম, অক্সফাম ইন্টারন্যাশনাল ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, আভাসের বাস্তবায়নে গৃহকর্মীদের নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে।
Post Comment