Loading Now

অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেটারের টিম বাস মিসের রহস্য কী

 

অনলাইন ডেক্স ।।

টিম বাস মিসের ঘটনা তো নতুন কিছু নয়। বিভিন্ন কারণে ক্রিকেটার, ফুটবলাররা বাস মিসে করে থাকেন। তবে অস্ট্রেলিয়ায় ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে ঘটনাটা একটু অদ্ভুতুড়ে। তাতে বিব্রতকর অবস্থায় পড়েছে পুরো ভারতীয় দল।

অ্যাডিলেড পর্ব শেষে ভারতীয় ক্রিকেট দলের এখন গন্তব্য ব্রিসবেন। ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’-এর এক প্রতিবেদনে জানা গেছে, গতকাল অ্যাডিলেডের স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে ইন্টারকন্টিটাল হোটেল (ভারতের টিম হোটেল) থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সূত্র জানিয়েছে, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার, রোহিত শর্মাসহ প্রায় সব ক্রিকেটারই নির্ধারিত সময়ে হোটেলের লবিতে উপস্থিত ছিলেন বিমানবন্দরে যাওয়ার জন্য। কিন্তু জয়সওয়ালকে তখনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। অথচ ভারতের এই বাঁহাতি ব্যাটার অনেক সময় সচেতন ব্যক্তি। এমনকি তাঁর অনুপস্থিতির কোনো কারণও জানা যায়নি।

প্রতিবেদনে জানা গেছে, বিমানবন্দরে যাওয়ার জন্য দুটি বাস ছিল। কিন্তু জয়সওয়াল প্রায় ২০ মিনিট দেরিতে এসে হোটেল লবিতে দেখতে পেয়েছিলেন, কোনো বাস সেখানে নেই। টিম বাস যেহেতু হোটেল ছেড়ে চলে গিয়েছিল,টিম ম্যানেজমেন্ট তাই তাঁর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। জয়সওয়ালের সঙ্গে ছিলেন এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা। জয়সওয়ালের এমন দেরিতে রোহিত শর্মা বেশ খেপে গিয়েছিলেন বলে খবর মিলেছে। অ্যাডিলেডের স্থানীয় সময় সকাল ১০টায় ব্রিসবেনের উদ্দেশ্যে বিমান ছাড়ার কথা।

ব্রিসবেনে শনিবার শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট।চতুর্থ টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে। বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ ম্যাচ দল দুটি খেলবে সিডনিতে। ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ৬০.৭১ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তিনে থাকা ভারতের সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ।

ভারতের জয়সওয়াল তখন উড়ছেন
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। দুই ম্যাচে ৪ ইনিংস খেলে ১৮৫ রান করেছেন জয়সওয়াল। যার মধ্যে পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৬১ রান। বাকি তিন ইনিংসের মধ্যে রয়েছে দুটি ডাক।

Post Comment

YOU MAY HAVE MISSED