Loading Now

বরিশাল বিভাগীয় বইমেলায় ৪০ লাখ টাকার বই বিক্রি!

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত আট দিনব্যাপি বইমেলায় ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় গত ৪ ডিসেম্বর শুরু হয় আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ওই বইমেলা শেষ হয় বুধবার।

মেলার আয়োজকরা জানিয়েছেন, বরিশাল বিভাগীয় বইমেলার ৭৭টি প্রকাশনির প্রায় ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। মেলায় এক লাখ ৮২ হাজার টাকার বই বিক্রি করে শীর্ষ অবস্থানে ছিল অন্যধারা প্রকাশনি।

দ্বিতীয় অবস্থানে থাকা সত্যায়ন প্রকাশনী এক লাখ ৮০ হাজার ৪৪০ টাকার বই বিক্রি করেছে। এছাড়া এক লাখ ৫০ হাজার টাকার বই বিক্রি করে তৃতীয় অবস্থানে রয়েছে গাজী প্রকাশনী। সর্বোচ্চ বই বিক্রিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থানা প্রকাশনীগুলোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Post Comment

YOU MAY HAVE MISSED